মার্কিন জোটের অপরাধ বন্ধে জাতিসংঘের প্রতি সিরীয়ার আহ্বান

মার্কিন জোটের অপরাধ বন্ধে জাতিসংঘের প্রতি সিরীয়ার আহ্বান

নিউজ ২৪ ডেস্ক

সিরীয়দের ওপর মার্কিন জোটের অব্যাহত অপরাধ বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক প্রশাসন।  এ প্রেক্ষাপটে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটকে ভেঙে দেয়ারও আহ্বান জানায় দেশটি। এদিকে, লেবানন-সিরিয়া সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে মৃতদেহ বিনিময়ের পর জঙ্গী সদস্যরা সীমান্ত ছাড়ার প্রস্ততি নিচ্ছে বলে দাবি করেছে, লেবাননের শিয়া অধ্যুষিত সংগ্রামী সংগঠন  হিজবুল্লাহ।  

সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা দুটি চিঠি দেয় সিরিয়া সরকার।

চিঠিতে চলমান অপরাধের প্রেক্ষাপটে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটকে ভেঙে দেয়ারও আহ্বান জানায় দামেস্ক।

চিঠিতে জানানো হয়, মার্কিন বাহিনী সিরীয় সরকারের বিনা অনুমতিতে গেল তিন বছর ধরে দেশটিতে হামলা চালিয়ে আসছে। আর এসব ঘটনায় দেশটির বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  এজন্য মার্কিন জোটের অব্যাহত অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় দেশটি।

এদিকে, লেবানন-সিরিয়া অভিন্ন পার্বত্য সীমান্তে দুই সপ্তাহের সংঘর্ষের পর বৃহস্পতিবার সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়। আর রোববার সীমান্তে সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে মৃতদেহ বিনিময় করে লেবাননের শিয়া অধ্যুষিত সংগ্রামী সংগঠন হিজবুল্লাহ। আর এ ঘটনায় সোমবার জঙ্গী সদস্যরা সীমান্ত অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে জানায় সংগঠনটি।