'এখন আর সংলাপের প্রয়োজন নেই'

ফাইল ছবি

'এখন আর সংলাপের প্রয়োজন নেই'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এখন আর সংলাপের কোন প্রয়োজন নেই। যখন সংলাপ করতে চেয়েছি তখন বিএনপি প্রত্যাখ্যান করেছে। সংবিধান অনুযায়ী নির্বাচনে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভোলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময় অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। এতে যদি কোনো দল অংশগ্রহণ না করে তাহলেও আমাদের কিছুই করার নেই।

তিনি আরও বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য বিএনপি পুলিশ, প্রিজাইডিং অফিসার ও মানুষ হত্যা করেছে। বহু মায়ের বুক খালি করেছে, কিন্তু তারা সফল হয়নি।

এবারও তারা সফল হবে না। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর