ব্যবহারকারীরা এখন নিরাপদে রয়েছে: ফেসবুক ভাইস প্রেসিডেন্ট

ট্যাবে ফেসবুক ব্যবহার করছেন এক ব্যবহারকারী

ব্যবহারকারীরা এখন নিরাপদে রয়েছে: ফেসবুক ভাইস প্রেসিডেন্ট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের হাতে চলে গেলেও নিরাপদ রয়েছে ফেসবুকের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারকারীদের তথ্য।

এক বিবৃতিতে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন এ তথ্য জানিয়েছন। তিনি বলেন, ‘হ্যাকিংয়ের ঘটনায় তদন্তকারীরা থার্ড পার্টি অ্যাপ বেহাত হওয়ার কোনো প্রমাণ পায়নি। শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল ফেসবুকের ৪০ হাজার থার্ড পার্টি অ্যাপ পরীক্ষা করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়।

গাই রোজেন আরও বলেন, ‘এসব থার্ড পার্টি অ্যাপের মধ্যে উবার, টিনডার, স্পটিফাইও রয়েছে। যদি আসলেই হ্যাকাররা থার্ড পার্টি অ্যাপের অ্যাক্সেস পেত, তাহলে এই হ্যাকিংয়ের প্রভাব আরও ভয়াবহ হতে পারতো। ’

সম্প্রতি ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ সুবিধার দুর্বলতাকে কাজে লাগিয়ে এই বিশাল হ্যাকের ঘটনা ঘটায় হ্যাকাররা। গেল ২৫ সেপ্টেম্বর এই হ্যাকিংয়ের ঘটনা টের পান ফেসবুকের প্রকৌশলীরা।

তখন ধারণা করা হয়েছিল, ফেসবুক ব্যবহার করে যে অ্যাপগুলোতে ব্যবহারকারীরা লগ ইন করেছেন, সেগুলোও ঝুঁকির মুখে রয়েছে।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর