সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আল-আমিন, সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে রিয়াদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান রিয়াদের গভর্ণর ফয়সাল বিন বানদার আল সৌদ। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদুত গোলাম মসীহ, বাংলাদেশ দুতাবাস এবং সৌদি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


পরে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়।

news24bd.tv

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি রাজপ্রাসাদে সে দেশের বাদশাহর সঙ্গে সাক্ষাৎ এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন।

news24bd.tv

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরকালে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তা হলো- প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং আইসিটি খাতে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ)।

(নিউজ টোয়েন্টিফোর/আল-আমিন/তৌহিদ)

সম্পর্কিত খবর