উন্নয়নের অংশীদার হতে চায় সৌদি আরব

ছবি-সংগৃহীত

উন্নয়নের অংশীদার হতে চায় সৌদি আরব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি যুবরাজ, উপ-প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের উচ্ছ্বসিত করেছেন। তিনিও এ উন্নয়নের অংশীদার হতে চান।

স্থানীয় সময় বুধবার সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সৌদি যুবরাজকে উদ্ধৃতি করে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক এ তথ্য জানান।

সৌদি যুবরাজ বলেন, সাম্প্রতিকালে বাংলাদেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সে সম্পর্কে আমি অবগত আছি এবং এই উন্নয়নের বিকাশে আমিও তার অংশীদার হতে চাই। বাংলাদেশকে দেখে আসা এবং বাংলাদেশে উন্নয়নের কী ঘটছে তা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ পাঠানো হবে।

মোহাম্মদ বিন সালমান বলেন, বিশেষজ্ঞ দল বাংলাদেষ ঘুরে আসার পর তখন আমরা সিদ্ধান্ত নেব কোনও কোনও ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ প্রয়োজন।

যুবরাজ বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের চমৎকার সহযোগিতার সম্পর্ক রয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো তা বৃদ্ধি পাবে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর