রক্তের ফেরিওয়ালা’র সংবর্ধনা খুলনায়

রক্তের ফেরিওয়ালাদের সংবর্ধনা দিলো গ্রামবাসী

রক্তের ফেরিওয়ালা’র সংবর্ধনা খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ায় ৩৮জন রক্তদাতাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছেন গ্রামবাসী। এদের প্রত্যেকে স্বেচ্ছায় একাধিকবার রক্তদান করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে তাদেরকে ‘রক্তের ফেরিওয়ালা’ আখ্যা দেওয়া হয়।

বুধবার ডুমুরিয়া উপজেলার থুকড়া রূপরামপুরে রক্তদাতাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এম কামরুল ইসলাম। দর্পন গণগবেষণা সমবায় সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
 
জানা যায়, একই এলাকার সোনামুখ ব্লাড ডোনার ক্লাব, ওরা এগারো জন, দর্পন সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের সাথে জড়িত। এসব ক্লাবের আওতায় ডুমুরিয়ার ধামালিয়া, রুদাগড়া, রঘুনাথপুর ও ডুমুরিয়া সদর এলাকায় প্রায় দুইশ’ সদস্য রয়েছেন যারা নিয়মিত রক্ত দিয়ে থাকেন।
এছাড়া সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, গর্ভবতী মায়ের জন্য দুইজন রক্তদাতা প্রস্তুত রাখা, প্রচারণা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি অপূর্ব সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, চন্দ্রিকা বিশ্বাস, গাজী এজাজ আহমেদ, সবুজ মন্ডল, অভিজিৎ মিস্ত্রি, পুস্পক মন্ডল প্রমুখ।

সম্পর্কিত খবর