প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ ১ নভেম্বর

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ ১ নভেম্বর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের জন্য ১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গণভবনে আমন্ত্রণ জানানো ।  প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয় ।

 প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ (মঙ্গলবার) ড. কামাল হোসেনের কাছে এ চিঠি হস্তান্তর করা হয়।

চিঠিতে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সালাম ও শুভেচ্ছা নেবেন। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উম্মুক্ত।

তাই আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সেই প্রেক্ষিতে আগামী ১ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।

গেল রোববার (২৮ অক্টোবর) ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামাল হোসেন আলোচনার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দেয়।

ঐক্যফ্রন্টের পাঠানো দুটি চিঠির একটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যটি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হয়।

সোমবার ওবায়দুল কাদের জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের চিঠি গ্রহণ করেছেন। সংলাপে বসবেন।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর