প্রশ্ন ফাঁসের সংবাদ প্রচারে ‌‘মানা’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রশ্ন ফাঁসের সংবাদ প্রচারে ‌‘মানা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যদি সুনির্দিষ্ট প্রমাণ না থাকে, তাহলে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করবেন না।

তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁসের সংবাদ প্রচার করলে জনমনে আতঙ্ক তৈরি হয়। ’

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যারা ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের মনিটরিং করা হচ্ছে।

তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এবার প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।  ফলে এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই এ বছরের এসএসসি পরীক্ষার কার্যক্রম শেষ করা হবে বলে জানান তারা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)