ঐক্যফ্রন্টের সংলাপ সফল হবে না: এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ঐক্যফ্রন্টের সংলাপ সফল হবে না: এরশাদ

রংপুর প্রতিনিধি

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, সংবিধান মতে ঐক্যফ্রন্টের দাবি মানা সম্ভব নয়। আর এত লোক নিয়ে কখনোই সংলাপ সফল হয় না।

বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

 

এরশাদ বলেছেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য চিঠি দিয়েছিলাম। আমাকে ৫ নভেম্বর বঙ্গভবনে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আমার দলের নেতাদের নিয়ে যাব সংলাপ করতে নয়, চা খেতে যাব। পরে আমি এককভাবে দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথা বলব।

কারণ ২১ জন নেতা নিয়ে সব কথা বলা সম্ভব নয়।

এরশাদ বলেন, বিএনপি এখন নেতাহীন। তাদের চেয়ারপার্সন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে। তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে অবস্থান করছেন। এখন ড. কামালকে নিয়ে তারা ঐক্যফ্রন্ট করেছেন। নির্বাচনে বিএনপি আদৌ অংশ নেবে কিনা তা নিয়েও সন্দেহ পোষণ করেন এরশাদ।

এর আগে ঢাকা থেকে বিমান যোগে এরশাদ সেয়দপুর বিমান বন্দরে অবতরণ করলে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি মটর শোভাযাত্রা সহ রংপুর পর্যটন মোটেলে আসলে এখানেও দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় মহানগর জাপা সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাধারণ সম্পাদক ইয়াসির আহাম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/মানিক/তৌহিদ)
 

সম্পর্কিত খবর