নির্বাচন কমিশনে উত্তপ্ত বাক্য বিনিময় 

ইসি-ঐক্যফ্রন্ট বৈঠক

নির্বাচন কমিশনে উত্তপ্ত বাক্য বিনিময় 

নিজস্ব প্রতিবেক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ভোটের তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে এটা সম্ভব নয়।

আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল এই অনুরোধ জানায়। তবে ইভিএম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

সূত্র জানায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বৈঠকে বলেন, তাঁরা নির্বাচন কমিশনের প্রতি কোনো অনাস্থার কথা বলতে আসেননি। তবে এই নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই। এসময় তিনি ইভিএম বাতিলের অনুরোধ জানান।

বলেন, ইভিএমে নিয়ে সমস্যা আছে।

এ সময় নেদারল্যান্ড, দিল্লীসহ কয়েকটি দেশের উদাহরণও তুলে ধরে মান্না বলেন, এটা দিয়ে ডিজিটাল কারচুপি করা যায়। এটা বাতিল করা উচিত।

মান্নার বক্তব্যের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, ‘আপনাদের (রাজনৈতিক দল) ওপরও  তো জনগণের আস্থা  নেই। তাছাড়া ইভিএম নিয়ে বড় বড় কথা বললেই তো হবে না, বাস্তবে দেখতে হবে। সিইসির এই বক্তব্যের পর মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মাইন্ড ইয়োর ল্যাঙগুয়েজ। ’

বৈঠকের পরে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, উত্তপ্ত বাক্যবিনিময় নয়, ভেতরে গলার আওয়াজ এমনই ছিল। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জাসদের (জেএসডি) সভাপতি আ স ম রবের নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্যরা ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  কে এম নুরুল হুদা। এ সময় অপর চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদত হোসেন চৌধুরী ও কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর