'আজ ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা হবে'

ফাইল ছবি

'আজ ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মঙ্গলবার জনসভা থেকে ঐক্যফ্রন্ট তার ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করবে। তবে এমন কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না যাতে সংলাপের পরিবেশ নষ্ট হয়। সংলাপ ও আন্দোলন একসঙ্গে চলবে।

সোমবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার দল ঐক্যফ্রন্টে যোগদান করেছেন। আমরা তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি।

তিনি বলেন, আজকের বৈঠকে ৭ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে যে সংলাপ হবে তার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সে বিষয়গুলো  জনসভায় স্পষ্ট করা হবে।

এছাড়া আজকের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে এবং আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। এছাড়া রংপুরে পুলিশ হেফাজতে থাকার সময় ব্যারিস্টার মঈনুল হোসেনের ওপর  যে আচরণ করা হয়েছে তার নিন্দা জানানো হয় এবং মঈনুল হোসেনকে মুক্তি দেয়ার জন্য আহ্বান জানানো হয়।

আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা ও বুধবার গণভবনে দ্বিতীয় দফা সংলাপ নিয়ে আলোচনায় বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর