সাভারে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩

প্রতীকী ছবি

সাভারে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আশুলিয়ার নরসিংহপুরে তিতাস গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আহত আবদুর রব (২৮) আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। এ ঘটনায় গতকাল সোমবার রাতে মারা যান তাঁর বাবা আরব আলী (৫২)। গত শনিবার মারা যান আরব আলীর স্ত্রী হাসিনা বেগম।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুরের মানিকগঞ্জপাড়ায় শুক্রবার সকাল সাতটার দিকে একটি বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে যায়। ওই ঘটনায় দগ্ধ আরব আলী, তাঁর স্ত্রী হাসিনা বেগম, ছেলে আবদুর রব, ছেলের বউ রিপা বেগম, নাতনি আয়েশা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এরমধ্যে তিনজনই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, এ ঘটনায় বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জানা গেছে, বছরখানেক আগে টাকা দিয়ে অবৈধভাবে গ্যাসের সংযোগ নেন তিনি।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর