সোজা পথে ঘি না উঠলে বাঁকা পথে হাঁটতে হবে: সুলতান মনসুর

সুলতান মোহাম্মদ মনসুর। ফাইল ছবি

সোজা পথে ঘি না উঠলে বাঁকা পথে হাঁটতে হবে: সুলতান মনসুর

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে সরকারকে ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন, খালেদা জিয়া জেলখানায় অার উনারা ভাবছেন এই দেশে থাকবেন। সোজা পথে ঘি না উঠলে বাঁকা পথে হাঁটতে হবে।

মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

news24bd.tv

সুলতান মনসুর বলেন, সংলাপে বসতে বাধ্য হয়েছে সরকার।

একবার না অারেকবার বসতে চেয়েছে। ৭ দফা বাস্তবায়ন চাই। খালেদা জিয়া জেলখানায় অার উনারা ভাবছেন এই দেশে থাকবেন। সোজা পথে ঘি না উঠলে বাঁকা পথে হাটতে হবে।
কামাল হোসেনের নেতৃত্বে সংলাপ যদি মেনে নেয় তবে ভালো।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই জনসভার প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।  প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হতে থাকেন জোটের নেতাকর্মীরা। রাজধানীসহ ঢাকার আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ আশপাশের এলাকা।

এই সভা থেকে আগামী দিনের কর্মসূচি ও নতুন বার্তা দেবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এ জোট।

সম্পর্কিত খবর