রোহিতের রেকর্ড, ভারতের জয়

সেঞ্চুরির পর এক লাফে যেন আকাশ ছুঁতে চাইছে রোহিত

রোহিতের রেকর্ড, ভারতের জয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটে জয়ের পর দ্বিতীয়টিতেও ৭১ রানের জয় পেয়েছে ভারত। ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা। এদিন রোহিত শর্মার রেকর্ড সেঞ্চুরিতে ২ উইকেটে ১৯৫ রান তুলেছে ভারত।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন শিখর ধাওয়ান।

জবাবে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের শেষটি অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর।

টসে জিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৫ ওভারে রোহিত-ধাওয়ান করেন মাত্র ৩৭ রান।

কিন্তু পঞ্চম ওভারের পর থেকে রোহিতকে আর আটকানো যায়নি। ২ উইকেটে ১৯৫ রান তুলেছে ভারত, এর মধ্যে রোহিতের একারই অপরাজিত ১১১! ৭ ছক্কা আর ৮ চারে মাত্র ৬১ বলে রোহিত তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ চার সেঞ্চুরির রেকর্ড এখন রোহিতের কব্জায়।

ভারতের ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাত রানের মাথায় প্রথম উইকেট হারায় উইন্ডিজ। দ্বিতীয় উইকেট জুটি কিছুটা জমলেও ৩৩ রানে হেটমায়ার সাজঘরে ফেরেন। এরপর নিয়মিত বিরতীতে উইকেট পড়তে থাকে। ব্রাভোর ২৩ রান ব্যক্তিগত সর্বোচ্চ। ৯ উইকেটে ১২৪ রান করে উইন্ডিজ।

আরও পড়ুন:  উইন্ডিজকে পাঁচ উইকেটে হারাল ভারত

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর