প্রধানমন্ত্রীকে ১০৪৬ মামলার তালিকা দিল বিএনপি

১ হাজার ৪৬ মামলার তালিকা

প্রধানমন্ত্রীকে ১০৪৬ মামলার তালিকা দিল বিএনপি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা ও গায়েবি’ ১ হাজার ৪৬টি মামলার তালিকা দিয়েছে বিএনপি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে বুধবার বেলা ১১টায় এ তালিকা দেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।  

ওই তালিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষর রয়েছে।

তালিকা জমা দেওয়ারে সময় তার সঙ্গে ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পাবনা জেলা বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন প্রমুখ।

 

এর আগে ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বিএনপি তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই গায়েবি মামলার অভিযোগ করলে প্রধানমন্ত্রী তাদের কাছে এই তালিকা চান।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘আমরা আংশিক তালিকা জমা দিয়েছি। জমা দেওয়া তালিকায় ১ হাজার ৪৬টি মামলা রয়েছে। এসব মামলায় বর্তমানে কারাগারে আছে ৫ হাজার ২৭৪ জন।

বিভিন্ন মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৯৬ হাজার ৭০০, অজ্ঞাত আসামির সংখ্যা ৩ লাখ ৭০ হাজার। ’

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তালিকা দেওয়ার পর এর একটি কপি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর