'বৃহস্পতিবারই তফসিল ঘোষণা করা হবে'

ছবি সংগৃহীত

'বৃহস্পতিবারই তফসিল ঘোষণা করা হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, আগামীকাল বৃহস্পতিবারই  নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি নেয়া আছে।

আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের প্রতিনিধিদলের বৈঠকের শুরুতে তিনি একথা বলেন।

এর আগে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রবেশ করেন।  

প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলহাজ আবু নাসের, সেকান্দার আলী মণি প্রমুখ।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর