'তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা'

ফাইল ছবি

'তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ দেবেন ।

হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী ইসির অধীনে চলে আসবে। কেউ বিশৃঙ্খলা করলে, কোনো পরিস্থিতি সৃষ্টি হলে ইসি তাদের প্রয়োজনীয় নির্দেশ দেবে।

আজ বুধবার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, তফসিল ঘোষণায় আমাদের পূর্ব সিদ্ধান্তে থাকতে এবং অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক না করার পরামর্শ দিয়েছে। বিতর্কিত প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকর্তাদের যেন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেয়া না হয় সে পরামর্শও দিয়েছে।

তফসিল ঘোষণার পর মাঠ পর্যায়ে রদবদল করা হবে কী না- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এ বিষয়ে এখনও উত্তর দেয়ার সময় আসেনি। তফসিল ঘোষণার পর দেখা যাবে।

ডিসিদের পাশাপাশি ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়েও কিছু জানাননি সচিব।

এদিকে বুধবার সন্ধ্যায় আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ও সেনা মোতায়েনসহ ৬দফা দাবি জানানো হয়।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর