‘মি-টু পুরুষদের পঙ্গু করছে’

পামেলা অ্যান্ডারসন

‘মি-টু পুরুষদের পঙ্গু করছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

#মি-টু-তে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ২০০৪ সালের ‘মিস ইন্ডিয়া’ ও বলিউড তারকা তনুশ্রী দত্ত।

তারপরই তোলপাড় শুরু হয় বলিউড পাড়ায়। এ ঝড়ে পড়ে প্রথম বলি হন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোবাশার জাবেদ আকবর।  
এছাড়াও কত বাঘা বাঘা পরিচালক-অভিনেতা কুপোকাত হয়েছেন মি-টু’র শিকার হয়ে।

এখন বলিউডের মি-টু’র ছোয়া লেগেছে হলিউডে। মিটু নিয়ে মুখ খুলেছেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। তবে তিনি মিটু আন্দোলনের পক্ষে নয়; বরং এই আন্দোলনের কড়া সমালোচনা করেছেন। নব্বইয়ের দশকের সর্বাধিক আলোচিত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের ভাষ্য-‘যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হবে বইকি! তবে আজকাল একটু বাড়াবাড়িই হচ্ছে, যা পুরুষদের পঙ্গু করে দেওয়ার পক্ষে যথেষ্ট’।

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পামেলা। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

পামেলা বলেন, আমি নিজে নারীবাদী। তবে এখন যে নারীবাদী আন্দোলনের জোয়ার এসেছে, তাতে মোটেও সায় নেই আমার। ব্যাপারটি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, যা পুরুষদের পঙ্গু করে দেয়ার পক্ষে যথেষ্ট। অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না। এমন মন্তব্যের জন্য হয়তো মেরেও ফেলা হতে পারে আমাকে। তবে দুঃখিত, এ আন্দোলনকে সমর্থন করতে পারছি না।

প্রসঙ্গত, হলিউডে #মিটু আন্দোলনের সূচনা প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীর অভিযোগ ঘিরে। যৌন নির্যাতন তো বটেই, ধর্ষণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এর পর বলিউডে নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন ‘হট’ অভিনেত্রী তনুশ্রী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর