'আমরা কিছু আশা করছি, তবে মন্দের জন্যও প্রস্তুত আছি'

ফাইল ছবি

'আমরা কিছু আশা করছি, তবে মন্দের জন্যও প্রস্তুত আছি'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভালো কিছুর আশা করছি এবং মন্দের জন্য প্রস্তুত আছি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার নির্বাচনকালীন সরকার হচ্ছে অর্থমন্ত্রীর এমন বক্তব্য সঠিক কি না জানতে চাইলে তিনি বলেন, এটা কবে হবে, সাইজ কী হবে তা বলার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। তবে নির্বাচনকালীন সরকার একদিন, দুদিন বা তিনদিন পর তো হবেই।

একটা বিষয় বলতে পারি নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কেউ থাকছেন না।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ নেতাদের গণসংযোগের অভিযান বাংলাদেশে অব্যাহত থাকবে। আজ (বৃহস্পতিবার) শিডিউল ঘোষণার পর তা আরও জোরদার হবে। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সব তৎপরতা, গণসংযোগ ও সভা-সমাবেশ করার নির্দেশ দিচ্ছি।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর