হলি আর্টিজান মামলার আসামিসহ তিন জেএমবি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে জেএমবি’র ৩ সদস্য গ্রেপ্তার

হলি আর্টিজান মামলার আসামিসহ তিন জেএমবি সদস্য গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা বানানোর সরঞ্জামসহ জেএমবি’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্বাস আলী (৭০), আব্দুর রহমান বাবু (৩০) ও আব্দুর রহমান পিন্টু (২৩)।

পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রেস ব্রিফিং-এ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ১টায় শহরের রাজবাড়ির সুখসাগরের পূর্বপাড়ে নাশকতা পরিকল্পনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা উত্তরবঙ্গের জেএমবি’র সামরিক কমান্ডার রাজিব গান্ধি ওরফে জাহাঙ্গীরের সহযোগী।

এছাড়াও হলি আর্টিজান হামলা, ইতালীয় নাগরিক ড. পিয়েরোকে হত্যাচেষ্টা ও কাহারোলে ইসকন মন্দিরে হামলার তালিকাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে একাধিক জেলায় বিভিন্ন মামলা রয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি, জিহাদি লিফলেটসহ বিপুল পরিমান বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।

উক্ত প্রেস ব্রিফিং-এ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, সদর থানার ওসি রেদওয়ানুল রহিম, পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ প্রমুখ।

সম্পর্কিত খবর