'জোটগত প্রার্থী দিলে ৩ দিনের মধ্যে জানাতে হবে'

ছবি সংগৃহীত

'জোটগত প্রার্থী দিলে ৩ দিনের মধ্যে জানাতে হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দল জোটগতভাবে প্রার্থী দিলে আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ১৪ নভেম্বরের মধ্যে জেলা, উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় পোস্টার, ব্যানার, গেট, তোরণ ও আলোকসজ্জা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ খরচে তা অপসারণ করতে হবে। এ ছাড়া ইতিমধ্যে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ইসি সচিব।

হেলালুদ্দীন আহমদ বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আমরা শুক্রবার চিঠি দিয়েছি। যারা জোটবদ্ধভাবে নির্বাচন করতে চান, তারা কোন জোটে নির্বাচন করবেন সে বিষয়টি আগামী তিন দিনের মধ্যে জানাতে হবে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর