'পাবলিক এখন ইলেকশন মুডে'

ছবি সংগৃহীত

'পাবলিক এখন ইলেকশন মুডে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাবলিক এখন ইলেকশন মুডে আছে। সবাই এখন ইলেকশন করতে চায়। নির্বাচনকে  সামনে রেখে বাংলাদেশে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এর বাইরে যারা নির্বাচনবিরোধী তৎপরতায় যাবেন জনগণই তাদের প্রতিরোধ করবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আইন মেনেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনের সব বিষয়।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর তারা (বিএনপি) আন্দোলনের কর্মসূচি দেবে এটা গণতন্ত্রের পরিপন্থী।

তাদের আন্দোলনে জনগণ সায় দেবে না।

তিনি বলেন, তফসিল ঘোষণার পরপরেই আমরা মনোনয়ন ফরম বিতরণের কাজ শুরু করেছি। তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে নির্বাচনমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনের বাইরে আন্দোলনের যত ডাকই দিক না কেন জনগণ তাতে সাড়া দেবে না।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর