চাঁদা চাওয়া সেই এসআই বরখাস্ত

ছবি সংগৃহীত

চাঁদা চাওয়া সেই এসআই বরখাস্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চাঁদা না দেয়ায় ট্রাকচালককে মারধরের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমকে। শনিবার সকালে পরিবহন শ্রমিকদের বিক্ষোভের মুখে দেয়া আশ্বাস অনুসারে ওই এসআইকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা।

তিনি বলেন, ওই পুলিশ সদস্যকে তাৎক্ষণিক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।

ওই ট্রাকচালকের চিকিৎসার ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, টাঙ্গাইল জেলার সীমানায় কোনো পুলিশ সদস্য আর কখনোই চাঁদাবাজীর নামে হয়রানি করবে না। এরপরও যদি কোনো সদস্য এমন ঘটনা ঘটায় তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরেজমিনে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে ভোর সাড়ে ৫টার দিকে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় নুরে আলম বকুল নামের ওই ট্রাকচালকের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন।

কিন্তু চালক তা দিতে অস্বীকার করায় এসআই নুরে আলম তাকে নির্মমভাবে মারধর করেন। এতে তার চোখের নীচে ফেটে রক্তক্ষরণ হয়।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর