সংসদ নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট

ছবি সংগৃহীত

সংসদ নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছে। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঐক্যফ্রন্টের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি, তফসিল পেছানো, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতসহ সরকারকে বেশ কিছু শর্ত দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেন নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানাবেন।

একই সঙ্গে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার কর্মসূচি দেবেন। এর আগে সন্ধ্যায় এক বৈঠক শেষে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, আমরা নির্বাচনে যাওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে অগ্রহণযোগ্য কোনো নির্বাচনের আভাস পেলে আমরা সেখানে যাব না। তখন নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এর পরপরই বসে ২০ দলীয় জোটের শরিকরা। এসব বৈঠকে নেতারা নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান। সর্বশেষ রাতে ঐক্যফ্রন্টের নেতারা বসেন। সেখানে দিনব্যাপী যে মতামত পাওয়া গেছে তার পরিপ্রেক্ষিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়।

 

NEWS24▐ কামরুল