৩০ নারীর শরীরে এইচআইভি ছড়ানোয় যুবকের ২৪ বছর কারাদণ্ড!

ভ্যালেনটিনো তাল্লুটোI -সংগৃহীত ছবি

৩০ নারীর শরীরে এইচআইভি ছড়ানোয় যুবকের ২৪ বছর কারাদণ্ড!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

৩০ নারীর শরীরে ইচ্ছাকৃত এইচআইভি ভাইরাস ছড়ানোর দায়ে ভ্যালেনটিনো তাল্লুটো নামের এক যুবককে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন ইতালির একটি আদালত। ৩৩ বছর বয়সী ওই যুবক পেশায় একজন অ্যাকাউন্ট্যান্ট।

দীর্ঘদিন ধরে নিজের শরীরে এইচআইভি ভাইরাস বয়ে বেড়াচ্ছিলেন তাল্লুটো। বিষয়টি তিনি জানা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে কোন রকম প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়েই ৫৩ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হন ভ্যালেনটিনো।

এতে তার মাধ্যমে এইচআইভি সংক্রমণ হয়েছে ৩০ নারীর।

আর তাই ইচ্ছাকৃতভাবে ৩০ নারীর দেহে এইচআইভি সংক্রণের দায়ে শুক্রবার (২৭ অক্টাবর) ইতালির ওই অ্যাকাউন্ট্যান্টকে ২৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  

জানা যায়, তাল্লুটো মাত্র চার বছর বয়সে মাকে হারিয়েছেন। এইচআইভি পজিটিভ মায়ের মাধ্যমেই এই ভাইরাসে আক্রান্ত হন তিনি।

তবে সেটা তিনি আগে জানতেন না। ২০০৬ সালে জানতে পারেন যে তিনি এইচআইভি পজিটিভ। এরপর তিনি বিভিন্ন ছদ্মনামে ইচ্ছাকৃতভাবে অন্তত ৫৩ নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। সূত্র: দ্য গার্ডিয়ান

সম্পর্কিত খবর