ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃত বেড়ে ২৩

যুক্তরাষ্ট্রে দাবানল

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃত বেড়ে ২৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলীয় একটি শহরে ১৪ জন মারা গেছে।

ক্যালিফোর্নিয়ার বন ও ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্টের মুখপাত্র স্কট ম্যাকক্লিন জানান, ক্যালিফোর্নিয়ার পাহাড়ি এলাকার প্যারাডাইস শহর থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এসব ব্যক্তি এতটা মারাত্মকভাবে পুড়ে গেছে  খারাপ যে, তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হবে।

দাবানলে পারাডাইস শহরের প্রায় ছয় হাজার ৭০০ ঘরবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার দাবানলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির রেকর্ড। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এর আগে ১৯৩৩ ও ১৯৯১ সালে গ্রিফিথ পার্ক এবং একটি টানেলে অগ্নিকাণ্ডে এর চেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটে।

চলতি সপ্তাহের প্রথম দিকে কয়েকটি গাড়ি থেকে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করা হয়। আগুন এতটাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে যে, অনেকে গাড়ি ছেড়েও পালাতে পারছে না। দাবানলের ঘটনায় ৩৫ জন নিখোঁজ ও তিনজন অগ্নি নির্বাপক আহত হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর