দেড়শ করে ফিরলেন মুমিনুল

ফাইল ছবি

দেড়শ করে ফিরলেন মুমিনুল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সময়টা ভালো যাচ্ছিল না মুমিনুল হকের। দুঃসময়ের সেই বৃত্ত ভেঙে দারুণভাবে ফিরলেন তিনি। দেড় শতাধিক রান করে ফিরলেন তিনি। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯৯/৪।

সবশেষ সাজঘরে ফিরেছেন মুমিনুল হক ১৫৭ রান করে। মুশফিক ১১১ রান নিয়ে ব্যাট করছেন। ক্রিজে তার নতুন সঙ্গী নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম।

এরআগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের গোড়াপত্তন করেন লিটন দাস ও ইমরুল কায়েস। তবে শুভসূচনা এনে দিতে পারেননি তারা।

সূচনাতেই কাইল জার্ভিসের বলে উইকেটের পেছনে রেজিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। ১৬ বল খেলেও ব্যক্তিগত রানের খাতায় কোনো রান যোগ করতে পারেননি এ ওপেনার। খানিক বাদেই একই বোলারের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন লিটন।

পরে ক্রিজে আসেন মোহাম্মদ মিথুন। তবে ক্রিকেটের অভিজাত সংষ্করণে অভিষেকটা রাঙাতে পারেননি তিনি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ডোনাল্ড তিরিপানোর বলে স্লিপে ব্রেন্ডন টেইলরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এতে চাপে পড়ে বাংলাদেশ।

পরের গল্টটা শুধুই মুমিনুল-মুশফিকের। মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে সূচনালগ্নেই চাপে পড়ে স্বাগতিকরা। একে একে ফিরে যান ইমরুল, লিটন ও মিথুন। সেখান থেকে তাদের প্রতিরোধ। সেই প্রতিরোধের মুখে বাধা হয়ে দাঁড়াতে পারেননি জিম্বাবুয়ে বোলাররা।  


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর