‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ হওয়া উচিত’

রোহিঙ্গা

‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ হওয়া উচিত’

কক্সবাজার প্রতিনিধি

‌‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ, মর্যাদা ও স্বেচ্ছামুলক হওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্র সরকার’। এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের আফ্রিকা ও এশিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপ সহকারি মন্ত্রী রিসার্ড অলব্রাইট।

তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইনে আরও উন্নত পরিবেশ তৈরি করা প্রয়োজন। রাখাইনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দাতা সংস্থাকে অবাধে কাজ করার সুযোগ দেওয়া দরকার’।

রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিদর্শনের সময় ‘ইউএসএডি’ বাংলাদেশ মিশনের প্রধান ডেরিক ব্রাউনসহ ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ডেরিক ব্রাউন বলেন, ‘রোহিঙ্গা ও বাংলাদেশের স্থানীয় জনগণের জীবন মান উন্নয়ন ও শিক্ষাখাতে সহায়তা করতে কাজ করছে ইউএসএডি।

প্রতিনিধিদলটি সকালে নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/ইস্যু/তৌহিদ)

সম্পর্কিত খবর