টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের জনজীবন

সংগৃহীত ছবি

টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের জনজীবন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

টাইফুন সাওলার তাণ্ডবে বিপর্যস্ত জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ। প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় স্তব্ধ হয়ে পড়েছে ওকিনাওয়া দ্বীপপুঞ্জের জনজীবন। টাইফুন ল্যান আঘাত হানার এক সপ্তাহের মধ্যে আঘাত হানলো টাইফুন সাওলা।

গত সপ্তাহে টাইফুন ল্যানের আঘাতে পাঁচজনের মৃত্যু, একজন নিখোঁজ ও অনেকে আহত হন।

 

এদিকে সাওলা আছড়ে পড়ার আগেই স্থানীয় প্রশাসনের তরফে ঝড় ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছিল।  

এদিকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন করে টাইফুনের তাণ্ডবে স্থানীয়দের মনে রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে।  এটাকে পরিবেশ বিপর্যয়ের ফল বলে জানাচ্ছেন পরিবেশবিদরা।

জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ঝড়টি ওকিনাওয়া দ্বীপপুঞ্জ অতিক্রম করে।

এর আগে বেলা ১১টার দিকে ঝড়টির অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা'র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছিল।

জানা গেছে, আজ রবিবারও এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে জাপানে।

জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এতে ওকিনাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে সে দেশের সরকার।  

সম্পর্কিত খবর