খুলেছে স্কাইপে

প্রতীকী ছবি

খুলেছে স্কাইপে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপে আবার চালু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এটি খুলে দেয়া হয়। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪টা ২৫ মিনিটের দিকে মেইল পাওয়ার পর স্কাইপে খুলে দেয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশীদের স্কাইপে সাক্ষাতকার নিচ্ছেন- এমন খবর গণমাধ্যমে আসার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার স্কাইপ বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

যদিও বিটিআরসি তা স্বীকার করেনি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, এটা কারিগরি ত্রুটির কারণে হতে পারে।

স্কাইপে বন্ধের পর বিএনপি অভিযোগ করে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে ব্যবহার করে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেন।

এটা ঠেকাতে সরকার স্কাইপে বন্ধ করেছে।

গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এলাকায় ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছিল দলটি।
অবশ্য আজ তারেক রহমান বিকল্প পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপি।


NEWS24▐ কামরুল

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর