তানিয়া হত্যায় জড়িত মা, ছোট বোনের জবানবন্দি

গ্রেপ্তার মা সাজেদা আক্তার নিপু ও মামা জাহিদুর ইসলাম সোহেল

তানিয়া হত্যায় জড়িত মা, ছোট বোনের জবানবন্দি

নোয়াখালি প্রতিনিধি

নোয়াখালীর মাইজদী শহরে কলেজছাত্রী তাবাসসু তানিয়া চমককে (২২) তার মা শ্বাসরোধ করে হত্যা করে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ছোট বোন তাসনিম তাহসিন চাঁদনী। জেলা পুলিশের এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ নিজ সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১২ নভেম্বর মাইজদী শহরের জয়কৃষ্ণপুর এলাকার শাহজাদা এনামুল হক হিমেলের স্ত্রী সাজেদা আক্তার নিপু তার মেয়ে তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়রি করেন। এরপর ১৫ নভেম্বর তাদের বসত ঘরের পাশে ডোবা থেকে পুলিশ তানিয়ার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার দাবিতে শিক্ষার্থীরা শহরে মানববন্ধন ও সমাবেশ করে।

এরপর তানিয়ার ছোট বোন তাসনিম তাহসিন চাঁদনী পুলিশকে জানায়, তার মা তানিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করেছে। শুক্রবার জেষ্ঠ বিচারিক হাকিম মো. শয়েব উদ্দিন খাঁন এই ঘটনায় চাঁদনী জবানবন্দি গ্রহণ করেন।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, তানিয়ার মা সাজেদা আক্তার নিপু(৪০), ছোট বোন তাসনিম তাহসিন চাঁদনী(১৯) ও মামা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মা ও মামাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। মামলাটি গোয়েন্দা পুলিশের হস্তান্তর করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/সোহাগ/তৌহিদ)

সম্পর্কিত খবর