সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ মুদ্রা পাচারকারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ মুদ্রা পাচারকারী গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় ৯৪ হাজার ভারতীয় রুপিসহ এক মুদ্রা পাচারকারীকে গ্রেপ্তার করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। গ্রেপ্তারকৃত পাচারকারীর নাম মো.জাকির মিয়া (৪০)। সে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা গ্রামের মো.আনিছ মিয়ার ছেলে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ট্যাকেরঘাট বিজিবি’র ক্যাম্পের কোম্পানি সুবেদার আনিসুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল উপজেলার বালিয়াঘাট সীমান্ত এলাকার লাকমা বাজারের ট্যাকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আটক জাকির দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মুদ্রা পাচার করে আসছিল বলে বিজিবি’র ধারণা।  
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল হক গ্রেপ্তারের সত্যতা  নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সম্পর্কিত খবর