বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে ছোলেমান আলী (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার ভোরে ছোলেমানকে ভারতের অভ্যন্তরে হরিশচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

ছোলেমান পোরশা উপজেলার বালাশহিদ গ্রামের নুর বক্সের ছেলে।

ধরে নিয়ে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে নওগাঁর নিতপুর ক্যাম্পের সুবেদার আশিকুর রহমান বলেন, ছোলেমান শনিবার রাতে কয়েকজনের সঙ্গে ভারত থেকে গরু নেওয়ার জন্য প্রবেশ করে।

বিএসএফের টহলের কারণে ভোর হয়ে যায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ছোলেমান বিএসএফের হাতে ধরা পরে। বিষয়টি জানার পর গতকাল রোববার দুপুরে ছোলেমানকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য ভারতের হরিশচন্দ্রপুর ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিএসএফের দিক থেকে চিঠির কোনো জবাব পাওয়া যায়নি।

(নিউজ টোয়েন্টিফোর/রানা/তৌহিদ)
 

সম্পর্কিত খবর