ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট যুবক। সংগৃহীত ছবি

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্টে নাসির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দক্ষিণ বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।

পরে নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলো যুবক

নাসিরের সহকর্মী বেলাল সাংবাদিকদের জানান, দক্ষিণ বনশ্রীর ফরাজি ডেন্টাল হাসপাতালের সামনে বৈদ্যুতিক একটি খুঁটিতে ইন্টারনেটের সংযোগ লাগাচ্ছিলেন নাছির। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাসির অন্তরঙ্গ ডট কম নামে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। বর্তমানে তিনি দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর