খালেদার গাড়িবহরে হামলা, বিএনপির ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় হামলায় বিধ্বস্ত গাড়ি

খালেদার গাড়িবহরে হামলা, বিএনপির ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার রাতে ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের মধ্যে সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবু মোবারক দুলাল, ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, ফেনী পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার দেলোয়ার হোসেন বাবুলও আছেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, আটককৃতদের খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বাসে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার খালেদা জিয়া চট্রগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর মহিপালে বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনায় বুধবার রাতে ফেনী মডেল থানা পুলিশ মামলা করে। মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৯ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়।  অপরদিকে শনিবার গাড়িবহরে হামলার ঘটনায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে পুলিশ।

সম্পর্কিত খবর