বিসিবি একাদশের বিপক্ষে ক্যারিবীয়দের রানের পাহাড়

ছবি সংগৃহীত

বিসিবি একাদশের বিপক্ষে ক্যারিবীয়দের রানের পাহাড়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বিসিবি একাদশ। আজ বৃহস্পতিবার একদিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক রভম্যান পাওয়েল।

আগামী ৯ ডিসেম্বর শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ওই ম্যাচে মুখোমুখি হবার আগে বিসিবি একাদশের আজকের ম্যাচে অংশ নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ইনজুরি কাটিয়ে দলে ফেরা তামিম ইকবালও নেমেছেন মাঠে। ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপুর মতো জাতীয় দলের পরিচিত মুখগুলোও অংশ নিয়েছেন ম্যাচটিতে।

টস জিতে ব্যাট করতে নেমে ১০১ রানের বিশাল জুটি গড়েন দুই ওপেনার কাইরন পাওয়েল ও শাই হোপ। ৮১ রানে ফেরেন হোপ।

অন্যদিকে ৪৩ রানে থামেন কাইরন পাওয়েল।

ড্যারেন ব্রাভো ২৪, মারলন স্যামুয়েলস ৫, শিমরন হেটমেয়ার ৩৩, রভম্যান পাওয়েল ০, রস্টন চেজ, ফাবিয়ান অ্যালেন ৪৮, কিমো পল, ২ ও সুনীল অ্যাম্ব্রিস করেন ১০ রান।  

এতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। বল হাতে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা। একটি করে উইকেট শিকার করেন মাশরাফি ও শামীম পাটওয়ারি।

বিসিবি একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আকবর আলি, মেহেদী হাসান রানা, রুবেল হোসেন, শামিম পাটওয়ারী, শাহীন আলম ও নাজমুল ইসলাম অপু।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

রভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিষু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কেমো পল, কাইরন পাওয়েল, ফেবিয়েন অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওশান থমাস।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর