পর্দার মাধুরী এবার রাজনীতিতে!

পুনে থেকে লড়তে পারেন মাধুরী দীক্ষিত

পর্দার মাধুরী এবার রাজনীতিতে!

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

মাধুরীর হাসির জাদুতে কুপোকাত হয়েছে লাখো তরুণের হৃদয়। বয়স বাড়লেও এখনো রয়েছে সেই হাসির ঝলক। তবে কমিয়ে দিয়েছেন অভিনয়। এবার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন এক সময়ের পর্দা কাঁপানো এই বলিউড অভিনেত্রী।

 

মাধুরী দীক্ষিত বিজেপির হয়ে আগামী লোকসভা নির্বাচনে লড়বেন বলে জানা গেছে। প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন পুণে থেকে।

মহারাষ্ট্রের প্রবীণ এক বিজেপি নেতা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ২০১৯ লোকসভা নির্বাচনে মাধুরী লড়তে পারেন। পুণে কেন্দ্রে বিজেপির দলীয় প্রার্থী হিসাবে মাধুরীর নাম তালিকাতে রয়েছে।

অত্যন্ত গুরুত্ব দিয়েই মাধুরীর প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে মাধুরী এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করেননি।

জানা গেছে, চলতি বছরের জুন মাসেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দেখা করেছিলেন মাধুরীর সঙ্গে। মাধুরীর বাড়িতে বসে মোদি সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন।

২০১৪ সালে সৌমিক সেন পরিচালিত ‘গুলাব গ্যাং’ ছবিতে ‘রাজ্জো’-র ভূমিকায় অভিনয় করেছিলেন মাধুরী। ওই ছবিতে ‘রাজ্জো’ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহিলাদের হয়ে একটা গোটা গ্রামের লড়াইয়ে, নারীশিক্ষার অধিকারকে প্রতিষ্ঠা করতে। এছাড়াও প্রকাশ ঝার ছবি ‘মৃত্যুদণ্ড’-তেও তাঁকে দেখা গেছে একটি প্রতিবাদী আন্দোলনের মুখ হিসাবে। তখন মাধুরী বলেছিলেন, রাজনীতির ময়দানে আসার ইচ্ছে তাঁর একেবারেই নেই। তবে বিজেপি নেতারা যা বলছেন তাতে মনে হচ্ছে মাধুরী তার মত বদলেছেন। এখন দেখার পালা মাধুরী কী বলেন।

সম্পর্কিত খবর