জাপান উপকূলে দুই মার্কিন বিমানের সংঘর্ষ, নিখোঁজ ৫

মার্কিন কেসি-১৩০ বিমান থেকে তেল নেয়ার মহড়া দিচ্ছে এফ/এ-১৮ বিমান

জাপান উপকূলে দুই মার্কিন বিমানের সংঘর্ষ, নিখোঁজ ৫

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাপানে আমেরিকার রিফুয়েলিং বিমান ও একটি জঙ্গিবিমানের মধ্যে সংঘর্ষে ৫ মেরিন সেনা নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার এর দক্ষিণ-পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে। বিমান দুটি সাগরের বুকে ভেঙে পড়েছে বলে জাপান ও আমেরিকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান দুর্ঘটনার কবলে পড়া সাত মেরিন সেনার মধ্যে দুজনকে পাওয়া গেছে।

সংঘর্ষে জড়িত এফ/এ-১৮ হর্নেট বিমান এবং কেসি-১৩০ হারকিউলেস বিমানের আরোহী ছিলেন তারা। উদ্ধার করা এক সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে তবে দ্বিতীয়জনের বিষয়ে বিস্তারিত কিছু বলে নি জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়।


জাপান উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে স্থানীয় সময় বুধরাত রাত দুটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মার্কিন মেরিন কোরের এক বিবৃতিতে বলা হয়েছে।

বিমান দুর্ঘটনার পর ছয়টি হেলিকপ্টার ও তিনটি জাহাজ অনুসন্ধান তৎপরতায় যোগ দেয়।

বিমান দুর্ঘটনার বিষয়ে জাপান ও আমেরিকা পরস্পরের মধ্যে প্রয়োজনীয় তথ্য বিনিময় করছে বলে জানিয়েছেন জাপানি প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইয়োয়াইয়া।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর