শিরোপা জিততে টাইগারদের দরকার ১৯৯

ফাইল ছবি

শিরোপা জিততে টাইগারদের দরকার ১৯৯

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার তবু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ সমতায় নিয়ে আসার পেছনে শাই হোপের ছিল দুর্দান্ত এক শতক। দ্বিতীয় ম্যাচে ১৪৬ রানের ইনিংস খেলে হোপ একাই হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে।

আজ সিলেটে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

প্রথম দুই ম্যাচে টস জিয়ে ক্যারিবীয়রা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পেরেছিল। আজ আর সেটা হয়নি, টস জয়ী বাংলাদেশ আগে ব্যাট করতে পাঠায় ক্যারিবীয়দের।

ব্যাটিং করতে নেমে যেন তীরহারা সাগর পাড়ি দিতে নেমেছে ক্যারিবীয়রা। তাতে একাই পথ দেখানোর চেষ্টা শাই হোপের।


ইনিংস শুরুর দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার চন্দরপল হেমরাজকে ফিরিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের ধ্বংসযজ্ঞটা শুরু করেন মেহেদী মিরাজ। ব্যক্তিগত ৯ রানের মাথায় ক্যাচ দেন মোহাম্মদ মিঠুনের হাতে।

এরপর ১৩ ওভারের সময় আবারও আঘাত হানেন মিরাজ। হেমরাজের বিদায়ে ব্যাট করতে আসা ড্যারেন ব্রাভোকে ব্যক্তিগত ১০ রানের মাথায় করেন ক্লিন বোল্ড।

 দলীয় সংগ্রহ যখন ২ উইকেটে ৫৭ রান তখন আরেক ওপেনার শাই হোপের সঙ্গে জুটি গড়ে থিতু হওয়ার চেষ্টায় থাকা স্যামুয়েলসকে ১৯ রানের মাথায় ফেরান শেষ ওয়ানডের দলে সুযোগ পাওয়া সাইফুদ্দিন।

২২.২ ওভারের মাথায় স্যামুয়েলসের বিদায়ের পরের ওভারে শিমরণ হেটমেয়ারকে ফেরান মিরাজ। হেটমেয়ার ফেরেন রানের খাতা খোলার আগেই। রোভম্যান পাওয়েলও আসেন আর গেলেন। ব্যক্তিগত ১ রানের মাথায় তিনিও বিদায় হোন মিরাজের বলে। এ নিয়ে মিরাজের ষষ্ঠতম শিকার হেটমেয়ার।

মিরাজের ১০ ওভারে ২৯ রান রান আর ৪ উইকেটের সঙ্গে সাকিবও নেন দুটি উইকেট। রোস্টন চেজ আর ফাবিয়ান এলেনকে ফেরান তিনি। চেজ করেন ৮ আর এলেন করেন ৬ রান।

দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কের মাইলফলক ছোঁয়ার দিন মাশরাফি বিন মুর্তজাও ছিলেন বল হাতে উজ্জ্বল। কেমো ফলকে বোল্ড করেন তার ব্যক্তিগত ১২ রানের মাথায়। ৯ ওভার বোলিং করে নিয়েছেন ২ উইকেট, দিয়েছেন ৩৪ রান, ছিল ১টি মেডেন ওভার।

ক্যারিবীয় ব্যাটসম্যানরা যখন নিয়মিত বিরতিতে যাওয়া আসার মিছিলে নেমেছিলেন, তখনও নিজের কক্ষপথ থেকে নড়েননি হোপ। হোপের ব্যাটে আশা দেখেছেন ক্যারিবীয়রা, নিজে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ শতক!

হোপের শতক ছাড়া বাকি নয় ব্যাটসম্যানের কেউই পারেননি কুড়ি রানের কোঠা পার করতে। শেষ পর্যন্ত ১৩১ বলে ১০৮ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন ক্যারিবীয় ওপেনার। ৫০ ওভারে ৯ উইকেটে ক্যারিবীয়দের সংগ্রহ ১৯৮ রান।

মিরাজ নিয়েছে ৪টি উইকেট, সাকিব আর মাশরাফি নিয়েছেন ২টি করে উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন নেন ১টি উইকেট।


NEWS24▐ কামরুল


 

সম্পর্কিত খবর