খুলনায় ৩ মামলায় জামায়াত নেতাসহ আটক ১২

খুলনায় ৩ মামলায় জামায়াত নেতাসহ আটক ১২

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ফুলতলায় নাশকতার অভিযোগে তিনটি মামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় দুইটি ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়েছে। শনিবার বিকেলে ফুলতলা থানায় এসব মামলা দায়ের হয়।

এ ঘটনায় জেলা জামায়াতের আমির (উওর) ইমরান হোসেনসহ বিএনপি ও জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার রাত সোয়া আটটায় ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণ হয়। এরপর দামোদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু জানান, বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হয়েছে।

নিক্ষিপ্ত বোমাটি অফিসের পূর্ব পাশের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা ইমরান হোসেন, জার্জিস হোসেন, শেখ আলী আকবার ও বিএনপি নেতা ফিরোজ জমাদ্দারসহ ১২ জনকে আটক করে।

ফুলতলা থানা-পুলিশ জানায়, এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আ.জলিল ও আলী আজম বাদী হয়ে তিনটি মামলা করেন।

যাচাই-বাছাই করে আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

সম্পর্কিত খবর