অনুশীলনীতে চোট পেয়েছেন সাকিব

ফাইল ছবি

অনুশীলনীতে চোট পেয়েছেন সাকিব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সদ্য ইনজুরি থেকে ফিরে রাজকীয় প্রত্যাবর্তন হয় সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ মিস করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসেই টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় হন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সফল ভাবে শেষ করেন ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজও।
 
তবে বিপত্তি ঘটে বছরের শেষ সিরিজটি খেলার আগে।

সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলনে আবার ইনজুরিতে পড়েন দেশ সেরা এই অলরাউন্ডার। আজ রোববার সিলেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের আঙুলে বল লাগে সাকিবের। সঙ্গে সঙ্গে ব্যাট-প্যাড খুলে ছুটে যান ড্রেসিংরুমে।  

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ইনজুরি তেমন গুরুতর মনে হচ্ছে না।

আপাতত বরফ দেয়া হচ্ছে। আরও দেখা হবে তারপর জানানো হবে। প্রথম টি-টোয়েন্টিতে খেলা নিয়ে তেমন সংশয় নেই বলে জানান তিনি, আগামীকাল অনেক দেরি আছে, ঘণ্টা খানিক গেলে বোঝা যাবে। তবে না খেলার আশংকা কম।

এছাড়া ব্যথা বেশি থাকলে পরবর্তীতে এক্স-রে করানো হবে বলে জানান ডা. দেবাশীষ চৌধুরী।  


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর