নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে হামাসের কুচকাওয়াজ

নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল হামাস

নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে হামাসের কুচকাওয়াজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) তাদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র ও সামিরক যান প্রদর্শন করেছে।

এসময় হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড উপস্থিত ছিলেন। গাজা উপত্যকার খান ইউনুস শহরে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সেই সঙ্গে গত মাসে গাজায় ঢুকে ইসরাইলের সেনারা হামাস-বিরোধী অভিযান চালাতে গেলে প্রথম যে যোদ্ধা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেছিলেন তাকে পুরস্কৃত করা হয়।

গত মাসে ইসরাইলি সেনারা একটি বেসামরিক গাড়িতে করে গাজার খান ইউনুস শহরে প্রবেশ করে। হামাসের স্থানীয় কমান্ডার নুর বারাকাকে হত্যা করে। এ সময় হামাস যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে। ইসরাইলের একজন শীর্ষ সেনা কর্মকর্তাকে হত্যা করে।

এরপর ইসরাইল গাজার ওপর ব্যাপকভাবে বিমান হামলা চালায়। জবাবে হামাসও দুদিন ধরে ৫০০’র বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। বেকায়দা অবস্থায় পড়ে মিশরের মধ্যস্থতায় ইসরাইল দ্রুত যুদ্ধবিরতি মেনে নেয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর