সুনামির আঘাতে নিহত বেড়ে ১৬৮

সুনামিতে ক্ষতিগ্রস্ত এলাকা

সুনামির আঘাতে নিহত বেড়ে ১৬৮

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৭৪৫ জন।  
শনিবার রাতে দেশটির সান্দা স্ট্রেইট উপকূলে ভয়াবহ এই সুনামি আঘাত হানে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে সংবাদ মাধ্যম গার্ডিয়ান এ খবর প্রচার করে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহো জানিয়েছেন, সুনামিতে দুজন নিখোঁজ রয়েছেন।  

এছাড়া, সুনামির আঘাতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের নিচে ভূমিধসের কারণে সুনামি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রাণহানির ঘটনা ঘটেছে প্যানদেগ্ল্যাং, দক্ষিণ লাম্পাং ও সেরাং এলাকায়।

মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

পূর্ণিমার কারণে সাগর আরও ফুঁসে উঠতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সুতোপো তার টুইটার অ্যাকাউন্টে দেয়া পোস্টে জানিয়েছেন, সুনামিতে ৪৩০টি বাড়ি এবং নয়টি হোটেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানতেন প্রদেশের প্যানদেগ্ল্যাং এলাকা। সেখানে নিহত হয়েছে অন্তত ৩৩ জন।

ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) জানায়, লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির প্রভাব থেকে সম্ভবত এ সুনামির উৎপত্তি হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর