‘যুক্তরাষ্ট্রের সাহস নেই’

পারস্য উপসাগরে ইরানের কম্ব্যাট ও টহল বোট

‘যুক্তরাষ্ট্রের সাহস নেই’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরান কখনো মার্কিন জাহাজকে তাদের পানিসীমায় ঢোকার অনুমতি দেবে না বলে কড়া ভাষায় জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর উপ প্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি।

বলেছেন, আমেরিকার যেকোনো তৎপরতার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের বাহিনী।

দীর্ঘদিন অনুপস্থিতিরি পর পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেইনিসের ফিরে আসা সম্পর্কে সাংবাদিক প্রশ্নের জবাবে অ্যাডমিরাল সাইয়্যারি এসব কথা বলেন। গত শুক্রবার জাহাজটি পারস্য উপসাগরে পৌঁছায়।

 

তিনি বলেন, সশস্ত্র বাহিনী ও ইরানের সেনাবাহিনীর জবাব হবে, তারা কখনো মার্কিন জাহাজকে ইরানি পানিসীমার কাছে আসতে দেবে না।

‌‌‘ইউএসএস জন সি স্টেইনিসের উপস্থিতি ইরানের কাছে গুরুত্বহীন। এসব জাহাজ আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না কারণ আমরা অনেক বেশি প্রস্তুত এবং এ ধরনের চটকদার প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের সক্ষমতা অনেক বেশি’

‘ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস আমেরিকার নেই’- বলেন হাবিবুল্লাহ সাইয়্যারি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর