ইসরাইলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

এভাবেই ধ্বংস করা হয় ইসরাইলের ক্ষেপণাস্ত্র

ইসরাইলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানী দামেস্কের কাছে শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করল সিরিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

সিরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেল এ কথা জানিয়েছে।

ওই চ্যানেলটি জানায়, দামেস্কের পশ্চিম শহরতলীর আকাশে এসব লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়।

ক্ষেপণাস্ত্রগুলো লেবাননের আকাশ দিয়ে সিরিয়ার আকাশে প্রবেশ করেছে বলে এগুলোও ইসরাইলের পক্ষ থেকে ছোঁড়া হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর জানায়, শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সঙ্গে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সংঘর্ষের ফলে আকাশে যে প্রচণ্ড বিস্ফোরণ হয় তার শব্দ দামেস্কের প্রায় সব জায়গা থেকে শোনা গেছে।

আরেকটি সূত্র বলেছে, রাজধানী দামেস্কের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত মেজ্জে সামরিক বিমানবন্দরের আকাশে এই সংঘর্ষ হয়।

ওদিকে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী লেবাননের নাগরিকদের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থাগুলো জানিয়েছে, তারা আকাশে যুদ্ধবিমানের আনাগোনার শব্দ শুনতে পেয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর