‘যুক্তরাষ্ট্রের পরাজয়’

ডোনাল্ড ট্রাম্প।

‘যুক্তরাষ্ট্রের পরাজয়’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এ অঞ্চলে ওয়াশিংটনের পরাজয়ের নিদর্শন বলে মনে করছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি।

শনিবার ‘৪০ বছরের ষড়যন্ত্র এবং ৪০ বছরের প্রতিরোধ’ শীর্ষক সম্মেলনের অবকাশে জেনারেল সালামি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ট্রাম্পের এ সিদ্ধান্তের মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে ওয়াশিংটন নিশ্চিতভাবে পিছু হটেছে, পরাজিত হয়েছে এবং এ অঞ্চলে মার্কিন নীতি ও কৌশলের কবর রচিত হয়েছে।

আইআরজিসি শীর্ষ নেতা বলেন, আমেরিকা এ অঞ্চলে ৭ ট্রিলিয়ন বা ৭ লাখ কোটি ডলার খরচ করার দাবি করছে এবং কোনো ধরনের অর্জন ছাড়াই তারা এ অঞ্চল ত্যাগ করছে।

(নিউজ টোয়েন্টিফোরে/তৌহিদ)

সম্পর্কিত খবর