ভোট বর্জন করলেন যারা

প্রতীকী ছবি

ভোট বর্জন করলেন যারা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সারাদেশে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর বেশ কয়েকজন প্রার্থী ভোট বর্জন করেছেন। নিউজটোয়েন্টিফোর অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর- 

ঢাকা-১: ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। রোববার দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলার কামারখোলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ঢাকা-১৭: ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

পোলিং এজেন্টদের মারধর, ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, কোনো কোনো কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করেছেন তিনি। রোববার দুপুরে গণমাধ্যমকে ভোট বর্জনের কথা জানান তিনি।  

খুলনা ১, ৫, ৬: খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ভোট বর্জন করেছেন ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির।

রোববার সকাল ১০টায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

খুলনা-১ আসনে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, এরকম কলঙ্কিত ভোট আমি কোনও দিন দেখিনি। সকাল থেকেই আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে কেন্দ্র থেকে।  

এদিকে খুলনা-৬ (কয়রা-পাইতগাছা) আসনের ধানের শীষ প্রার্থী আবুল কালাম আজাদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আবুল কালাম আজাদের নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, আমাদের লোকদের ভোট দিতে দেওয়া হয়নি। নেতাকর্মীদের মারধর করা হয়েছে। রিটার্নিং অফিসার ও পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি। তাই ভোট বর্জন করলাম।   

বাগেরহাট ৩ ও ৪: বাগেরহাট ৩ ও ৪ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত দুই প্রার্থী ভোট বর্জন করেছেন। বেলা ১২টার দিকে এ ভোট বর্জনের ঘোষণা দেন তারা। প্রার্থীরা হলেন, বাগেরহাট-৩ আসনের অ্যাডভোকেট আব্দুর ওয়াদুদ ও বাগেরহাট-৪ আসনের অধ্যক্ষ আব্দুল আলিম তাহের। সংবাদ সম্মেলনে দুই প্রার্থী দাবি করেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশের অভাব ও জালিয়াতির কারণে তারা ভোট বর্জন করেছেন।

কুমিল্লা-১১: কুমিল্লা-১১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জন করেছেন। তার নির্বাচন পরিচালক আব্দুস সাত্তার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্ষমতাসীনরা রাতের বেলা ভোট দিয়ে দেওয়ায় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জন করেছেন|

সিরাজগঞ্জ-১, ২: সিরাজগঞ্জ ১ ও ২ আসনের বিএপি প্রার্থী রোমানা মোর্শেদ কনকচাঁপা ও ২ আসনের জেলা বিএনপির সভাপতি ও বিএনপি প্রার্থী রোমানা মাহমুদ ভোট প্রত্যাখান করেছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বর্জনের এ ঘোষণা দেন। তথ্যটি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ বিএনপি মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ খান হাসান।
সদর আসনের বিএনপি প্রার্থী রোমানার বাড়িতে ককটেল বিস্ফোরণ, নেতা-কর্মীদের মারপিট ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে এ দুই প্রার্থী ভোট প্রত্যাখান করেছেন।

ফরিদপুর-২: ফরিদপুর-২ (নগরকান্দা–শালথা) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।  
শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করেন, এই আসনের ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রে গতকাল রাতেই ভোট দিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে যেসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সেসব কেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি।  

কক্সবাজার-২ (মহেশখালী): কক্সবাজার-২ (মহেশখালী)কেন্দ্র দখল, এজেন্ট ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-২ (মহেশখালী) আসনের ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান আজাদের পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট জাবের হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন। জামায়াতের এ প্রার্থী বর্তমানে কারাগারে আছেন।

পাবনা-৫: পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা ইকবাল হোসেন ভোট বর্জন করেছেন। প্রার্থী নিজেই সাংবাদিকদের ফোন করে এই তথ্য জানান। ভোট জালিয়াতি, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তিনি ভোট বর্জন করেছেন বলে জানান।

বাগেরহাট-৩: বাগেরহাট-৩ ( মংলা ও রামপাল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জামায়াত জেলা নায়েবে আমির মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।  

সাতক্ষীরা-৪: সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতে ইসলামের গাজী নজরুল ইসলাম ভোট বর্জন করেছেন। তিনি কারাবন্দি থাকায় তার পক্ষে এ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক আবদুল জলিল। তিনি বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভোটে অনিয়ম, ভোটারদের ভয়ভীতি দেখানো, জালভোট, ভোটারদের হুমকি-ধমকি, ভোটকেন্দ্রে যেতে বাধাদানসহ নানা কারণে ভোট বর্জন করেছেন।  

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর