হাড্ডাহাড্ডি লড়াই হয় রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে

বাদশা-জাহিদুর জয়ী

হাড্ডাহাড্ডি লড়াই হয় রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দু-চারটি আসন ছাড়া সব আসনে বিএনপি প্রার্থীরা শোচনীয়ভাবে পরাজিত হয়। হড্ডাহাড্ডি লড়াই হওয়া এমন আসনের মধ্যে রয়েছে রাজশাহী-২ ও ঠাকুরগাঁও-৩।

রাজশাহী-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ করেছেন মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা।

নৌকা প্রতীকে ১ লাখ ১১ হাজার ৪৫৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩২৭ ভোট।

রোববার রাতে নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই ফল ঘোষণা করেন।

অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রার্থী জাহিদুল রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

১২১টি কেন্দ্রের ফলে এ জয় পান তিনি।

আসনটিতে ধানের শীষ প্রার্থী জাহিদুর রহমান ৮৭ হাজার ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক মোটর গাড়ি প্রতীকে ৮৪ হাজার ১০৯ ভোট পেয়েছেন। আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইসাসিন আলী নৌকা প্রতীকে ৩৭ হাজার ৭০৯ ভোট পেয়েছেন।

সূত্র জানায়, ঠাকুরগাঁও-৩ আসনে ৩ লাখ ১৭৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ১ শত  ৫৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ১৮ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর