ইন্দোনেশিয়ায় এবার ভূমিধসে নিহত ১৫

হতাহতদের উদ্ধার করা হচ্ছে

ইন্দোনেশিয়ায় এবার ভূমিধসে নিহত ১৫

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার একটি পাহাড়ি গ্রামাঞ্চলে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন।

নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পশ্চিম জাভার সুকাবোমি জেলার সিমারেশমি গ্রামে পাহাড় ধসে এ ঘটনা ঘটে।

এতে ওই গ্রামের অন্তত ৩০টি ঘর-বাড়ি ধ্বংস হয়ে যায়।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগরোও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ ভূমিধসের ঘটনায় ৬০ জন মানুষ বাড়ি-ঘর হারিয়েছে, যাদের নিরাপদ অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন। তারা মাটি সরিয়ে মরদেহ উদ্ধার কাজে রয়েছেন।

সেইসঙ্গে নিখোঁজদের অনুসন্ধানেও তৎপরতা চালাচ্ছেন জরুরি নিরাপত্তা বাহিনী।

কর্তৃপক্ষ বলছে, ভারী বৃষ্টির কারণে ভূমি ধসেছে। ঘটনাস্থলেই শত শত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)