ছয়বার নির্বাচিত, এবার ধরাশায়ী

ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ

ছয়বার নির্বাচিত, এবার ধরাশায়ী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রমের জন্য। কারণ রাজনৈতিক জীবনে সংসদ নির্বাচন করে কখনোও হারেননি তিনি। এই প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেলেন অলি আহমদ।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশা) আসনে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম চৌধুরী নৌকা ১ লাখ ৮৯ হাজার ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কর্নেল (অব.) অলি আহমদ (এলডিপি) পেয়েছেন ছাতা প্রতীকে ২১ হাজার ৯৪৭ ভোট।

এর আগে তিনি নিজ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ছয়বার অংশ নিয়ে প্রতিবারই সম্মানজনক ব্যবধানে জয়লাভ করেন।  
এমনকি পাশের চট্টগ্রাম-১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনে প্রার্থী হয়েও জয়ী হন তিনি।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর